Pages

Saturday, December 14, 2013

English Grammar For All label Part-1



 Written By Md. Maidul Islam  Sunny

 English Grammar for All Class In Bangle
 

 Chapter-1                                                                                                                     Lesson:- 1

Language: মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে যে সব অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে, তাকে ভাষা বা Language বলে।

অন্য ভাবে বলা যায়, একজন মানুষ আরেক জন মানুষের সাথে ভাবের আদান-প্রদান এর জন্য যে সব বাকযন্ত্রের সাহায্যে অঙ্গবঙ্গি করে তাকেও ভাষা বলে।
যেমন:- বাংলা ভাষা, ইংরেজী ভাষা ইত্যাদি।

Grammar: যে পুস্তক বা বিদ্যা বা বই পড়লে ভাষা শুদ্ধরূপে লেখতে, পড়তে, বলতে পারা যায় এবং সেই ভাষার অন্তর্গত নিয়মনীতি সম্পর্কে জানা যায়, তাকে ব্যাকরণ বা Grammar বলে।
যেমন:- English Grammar, Bangle Grammar etc.

English Grammar: যে পুস্তক বা বিদ্যা বা বই পড়লে ইংরেজী ভাষা শুদ্ধরূপে লেখতে, পড়তে, বলতে পারা যায় এবং ইংরেজী ভাষার অন্তর্গত নিয়মনীতি সম্পর্কে জানা যায়, তাকে ব্যাকরণ বা English Grammar বলে।

English Grammar দুই প্রকার।
যথা:- 1) Theoretical or Traditional Grammar.
            2) Applied Grammar.

 
Theoretical or Traditional Grammar: যে গ্রামারটি ইংরেজী ভাষাভাষীদের জন্য রচনা করা হয় অর্থাত যাদের মাতৃভাষা ইংরেজী তাদের জন্য এটি রচনা করা হয়। এই গ্রামারে ইংরেজী সাহিত্যের সম্পর্কে আলোচনা করা হয় তাকে Theoretical Grammar বলে।

Applied Grammar: যে গ্রামারে ইংরেজী ভাষার শুদ্ধ রূপ ব্যবহারের জন্য বিশোদ ভাবে আলোচনা করা হয়, তাকে Applied Grammar বলে।

Applied Grammar কে পাঁচ ভাগে ভাগ করা হয়।

1)      Orthography (বর্ণ প্রকরণ)
2)  Etymology  (শব্দ বা পদ প্রকরণ)
3)  syntax    ( বাক্য প্রকরণ)
4)  Punctuation (বিরামচিহ্ন)
5)  Prosody  (ছন্দ বা অলঙ্কার)
Orthography:- ইংরেজী গ্রামারের যে অংশে বর্ণ সম্র্পকে আলোচনা করা হয়, তাকে Orthography বলে।
Etymology:- ইংরেজী গ্রামারের যে অংশে শব্দ বা পদের ব্যবহার সম্র্পকে আলোচনা করা হয়, তাকে Etymology বলে।

Syntax:- ইংরেজী গ্রামারের যে অংশে বাক্য ও বাক্যে ব্যবহার সম্র্পকে আলোচনা করা হয়, তাকে Syntax বলে।

Punctuation:- ইংরেজী গ্রামারের যে যতি বা বিরাম চিহ্ন সম্র্পকে আলোচনা করা হয়, তাকে Punctuation বলে।
Prosody:- ইংরেজী গ্রামারের যে অংশে ছন্দ অলংকার সম্র্পকে আলোচনা করা হয়, তাকে Prosody বলে। 

                       To Be Continue .................

  
Post By Maidul Islam Sunny

No comments:

Post a Comment