Pages

Monday, September 1, 2014

What is Physics?



পর্দাথ বিদ্যা বা বিজ্ঞান কি?

মানুষ সব সময় তার চারপাশের বিশ্ব নিয়ে কৌতুহলী ছিল। অন্ধকার রাতের আকাশের প্রজ্বলিত তারা মানুষকে করেছে হতভম্ব। আর মানুষ সব সময় বিশ্বের আশ্বরয এই রূপ দেখে চিন্তীত ও একে উদঘাটন করার চেষ্টা করে। কিভাবে দিন রাত হয়, বর্ষের পুনরাবৃত্তি ঘটে, আকাশে রংধনু দেখা যায় ইত্যাদি? এই সব ঘটনাকে কেন্দ্র করে মানুষ প্রকৃতির ঘটনা উদঘাটন করার প্রচেষ্টায় নেমে পরে এবং সেখান থেকে একেক জন একেক ভাবে খুজতে থাকে বিশ্ব প্রকৃতির সব আশ্বরযকে। এই খোজাখুজির ফসল হলো বিজ্ঞান, আর বিজ্ঞানের প্রধান বা মূল শাখা হলো পদার্থ বিজ্ঞান