Kingsoftpedia is store of all type software & leader of future software & electronic world.
Tuesday, December 23, 2014
Saturday, December 13, 2014
Tuesday, November 25, 2014
Tuesday, October 28, 2014
Sunday, September 28, 2014
Thursday, September 4, 2014
Monday, September 1, 2014
What is Physics?
পর্দাথ বিদ্যা বা বিজ্ঞান কি?
Sunday, August 24, 2014
Thursday, August 21, 2014
Top 13 Freelancing or Outsourcing Website List
Top 13 Freelancing or Outsourcing Website List See under list of them:
1. oDesk.com
2. Freelancer.com
3. Fiverr.com
4. PeoplePerHour.com
5. Fotolia.com
6. 99designs.com
7. ShutterStock.com
8. ShortTask.com
9. MicroWorkers.com
10. RentACoder.com, vWorker.com
11. GetACoder.com
12. ScriptLance.com
13. FiveSquids.co.uk
Submitted By Sunny
1. oDesk.com
2. Freelancer.com
3. Fiverr.com
4. PeoplePerHour.com
5. Fotolia.com
6. 99designs.com
7. ShutterStock.com
8. ShortTask.com
9. MicroWorkers.com
10. RentACoder.com, vWorker.com
11. GetACoder.com
12. ScriptLance.com
13. FiveSquids.co.uk
Submitted By Sunny
Computer Based Multi earning work
যদি আপনি Computer ভিত্তিক কাজ করে অর্থ উপার্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কম্পিউটার চালাতে জানতে হবে এবঙ এই বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এর সাথে আপনার একটি কম্পিউটার & ইন্টারনেট সংযোগ থাকা দরকার তা'না হলে, আপনি যত কাজ জানেন কিছু করতে পারবেন না। কারণ সব কাজ তো লোকালের নয়।
আপনি কম্পিউটার এর মাধ্যমে যে কাজগুলো করতে পারেন।
* আপনি বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করতে পারেন।
* বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন।
* বিভিন্ন ধরনের নকশার কাজ করতে পারেন।
* প্রেজন্টেশন তৈরি করতে পারেন।
* বিভিন্ন বিষয়ের উপর বই লিখতে পারেন।
* কাউকে কোন বিষয় শিখিয়ে অর্থ আয় করতে পারেন।
* কম্পিউটার সার্ভিসিং এর মাধ্যমে অর্থ আয় করতে পারেন।
* Software তৈরি করে বা Software তৈরিকারী প্রতিষ্ঠানের কাজ করে অর্থ আয় করতে পারেন।
এছাড়া আরো অনেক কাজ আছে সেই কাজ গুলো করে কম্পিউটারের সাহায্যে অর্থ উপার্জন করতে পারেন।
আপনি কম্পিউটার এর মাধ্যমে যে কাজগুলো করতে পারেন।
* আপনি বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করতে পারেন।
* বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন।
* বিভিন্ন ধরনের নকশার কাজ করতে পারেন।
* প্রেজন্টেশন তৈরি করতে পারেন।
* বিভিন্ন বিষয়ের উপর বই লিখতে পারেন।
* কাউকে কোন বিষয় শিখিয়ে অর্থ আয় করতে পারেন।
* কম্পিউটার সার্ভিসিং এর মাধ্যমে অর্থ আয় করতে পারেন।
* Software তৈরি করে বা Software তৈরিকারী প্রতিষ্ঠানের কাজ করে অর্থ আয় করতে পারেন।
এছাড়া আরো অনেক কাজ আছে সেই কাজ গুলো করে কম্পিউটারের সাহায্যে অর্থ উপার্জন করতে পারেন।
Saturday, August 9, 2014
Saturday, May 17, 2014
মেডিকেল ক্লিনিক এন্ড ডাঢাগন্সটিক একাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম
মেডিকেল ক্লিনিক এন্ড ডাঢাগন্সটিক একাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম
টাইটেল: সানি ক্লিনিক একাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম
নাম: ক্যামস(CAMS)
উপস্থাপন:
মোঃ মাইদুল ইসলাম সানি
ডিজাইনার ও ডিভিলোপার
সানি
সফটওয়্যার ডিভিলোপমেন্ট
হাতিল পাওয়ার হাউজ,
খঞ্জনপুর রোড
জয়পুরহাট, বাংলাদেশ।
Website: www.kingsoftpedia.com
Welcome To CAMS
স্বাগতম ক্যামস-এ
(সিএমএস প্রেজেন্টেশন)
(CMS Presentation)
পরিচিতি(Introduction)
CAMS (ক্যামস)
(ক্লিনিক
একাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম)
Clinic Accounts Management System
প্রত্যেকটি প্রোগ্রাম কোন না কোন সিদ্ধান্ত-এ ভিত্তির
উপর নির্ভর করে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠিত হয়। ঠিক তেমনি ক্যামস (CAMS) ও এর বাহিরে না। কারণ CAMS গঠিত হয়েছে CMS (সিএমএস) পদ্ধতির উপর ভিত্তি করে। CMS হলো কম্পিউটার ম্যানেজমেন্ট
সিস্টেম বা Computer Management System এর একটি চাবি কাঠি। আর এই
ভিত্তিকে কেন্দ্র করে গঠিত হয়েছে CAMS (ক্লিনিক একাউন্টস
ম্যানেজমেন্ট সিস্টেম)। CAMS এর মাধ্যমে অতি সহজে একটি
ক্লিনিক, হসপিটাল বা ডায়াগন্সটিক ল্যাবের তথ্য ব্যবস্থাপনা ও হিসাব-নিকাশের কাজ
করা যায়। একজন হিসাব বিজ্ঞানে অনভিজ্ঞ ব্যক্তিও এই প্রোগ্রাম এর সাহায্যে ক্লিনিক,
হসপিটাল এর হিসাব ব্যবস্থাপনার কাজ করতে পারবে। তাতে কোন অসুবিধা হবে না। প্রোগ্রামটি
সহজে বোঝার জন্য একে কয়েকটি অংশে বিভক্ত করা হয়েছে। যাতে ব্যবহারকারী ব্যবহারে
অসুবিধা না মনে করে।
CMS: CMS এর পূর্ণরূপ হলো Computer
Management System.
সংজ্ঞা: যে প্রোগ্রাম বা পদ্ধতির মাধ্যমে কম্পিউটার ও
কম্পিউটার সংলগ্ন যন্ত্রাংশ ব্যবহার করে একটি প্রতিষ্ঠানে যাবতীয় তথ্য ও উপাত্তকে
সংরক্ষণ, বিশ্লেষণ ও সেই অনুসারে তথ্য উপস্থাপন এবং ফলাফল প্রদান করে, সেই প্রেগামকে
CMS বা কম্পিউটার তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বলা যায়।
CAMS:
CAMS এর অর্ Clinic Accounts Management System. CAMS বলতে বোভায় যে কম্পিউটার
ব্যবহার করে একটি ক্লিনিক বা হসপিটালের ডাক্তার, নার্স, রোগী ও অফিসের আনুসাঙ্গিক
যাবতীয় হিসাব ও তথ্য বিষয়ের কার্য ব্যবস্থাপনার একটি প্রোগ্রাম হলো ক্যামস (CAMS).
Clinic Management System
Medical Clinic &
Diagnostic Accounts Management System
Title: Sunny Clinic Accounts Management System
Name: CAMS
Presented By- Md. Maidul Islam Sunny
Design & Developer
Sunny Software Development
Hatil Power House, Khanjonpur Road
Joypurhat, Bangladesh.
Website: www.kingsoftpedia.com
Tuesday, March 11, 2014
Visual Basic Bangla Tutorial 1
ভিজুয়্যাল বেসিকে কাজ করার জন্য যে বিষয়গুলো দরকার তার সংক্ষিপ্ত বর্ণনাঃ
Project: কোন উদ্দেশ্য সম্পাদনের জন্য ভিজুয়্যাল
বেসিক লেখা সম্পূর্ণ প্রোগ্রামকে প্রজেক্ট বলা হয়। একটি প্রজেক্ট এ কয়েকটি ফর্ম, ফর্মের
কোড এবং মডিউল থাকতে পারে।
Module: প্রোগ্রাম একটি বিরাট ব্যাপার। একটি প্রোগ্রামকে
কয়েকটি অংশে বিভক্ত করলে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তৈরি হয় তার প্রত্যেকটি অংশকে এক একটি
মডিউল বলে। সংক্ষেপে বলা যায়, কয়েকটি মডিউলের সমষ্টিই হচ্ছে একটি পূর্ণঙ্গ প্রোগ্রাম।
ভিজুয়্যাল বেসিকে মডিউল কোড সংক্ষিপ্ত হয়।
Form: ফর্ম হচ্ছে Visual Basic এর প্রজেক্টের অধীনে
একটি Window যেখানে কন্ট্রোল স্থাপন করে, প্রপার্টিজ
সেট করে, কোড লিখে প্রজেক্ট তৈরি করা হয়। ফর্মটি একটি অবজেক্ট হিসাবে কাজ করে। একটি
প্রজেক্ট একাধিক ফর্ম সমন্বয়ে গঠিত হতে পারে।
Object: অন্যান্য প্রোগ্রামে অনেক কোড লিখে যে
কাজ সম্পাদন করা যায়, ভিজুয়্যাল বেসিকের কন্ট্রোল ব্যবহার করে অতি সহজে তা করা যায়।
প্রয়োজনীয় কন্ট্রোলটি ফর্মে জুড়ে দিলে তার জন্য প্রয়োজনীয় কোড লেখা হয়ে যায়। কোন কার্
সম্পন্ন করার জন্য ব্যবহৃত বিভিন্ন কন্ট্রোল, ফর্ম ইত্যাদিকে অবজেক্ট বলা হয়।
Control: কোন প্রজেক্ট তৈরি করতে হলে ফর্মের উপর Text-box, Button, Label ইত্যাদি তৈরি করতে হয়। কিন্তু Visual
Basic তে এগুলো তৈরি করতে কোন কোড লিখতে হয় না। যার সাহায্যে সরাসরি এইগুলো তৈরি করা
যায়, উহাকে Toolbox বলে। বিভিন্ন Tool
ব্যবহার করে বিভিন্ন কাজ সমাধা করা যায়। এদের প্রত্যেককে কন্ট্রোল বলে। যেমনঃ
টেক্সটবক্স তৈরি করতে ব্যবহৃত হয় Text-box, Control কমান্ড বাটন তৈরি
করতে ব্যবহৃত হয় Command Button control ইত্যাদি।
View মেনুর Toolbox কমান্ডে ক্লিক করলে পর্দায় বিভিন্ন কন্ট্রোল
বাটন সমৃদ্ধ Toolbox দেখা যাবে।
Event: Computer চালনা করে আমরা যাবতীয় কাজ মাউস দিয়ে ক্লিক
করে বা কীবোর্ডের কোন কী চেপে সম্পন্ন করি অর্থাৎ কমান্ড বাটনে ক্লিক
করে কোন কাজ করি।এই করাটা একটি ইভেন্ট। অনুরূপভাবে Key-press একটি ইভেন্ট ইত্যাদি।
Visual Basic বিভিন্ন ইভেন্ট এর অধীনে কোর্ড লিখলে প্রোগ্রাম
রান করিয়ে এ ইভেন্ট ঘটালে কোড নিরবাহ হয়ে কোন কাজ হয়।
Method: অবজেক্টের ক্রিয়াই হলো মেথড। Application
এ বিভিন্ন অবজেক্টসমূহের ইভেন্ট নির্ধারণের পর উক্ত অবজেক্টসমূহ কি ধরনের কাজ
করবে তার জন্য প্রয়োজনীয় কোড লিখতে হয়। ভিজুয়্যাল বেসিকে উক্ত কোড সমূহকে মেথড নাম
অভিহিত করা হয়ে থাকে। এক একটি মেথড উহার কাজের দিক অনুযায়ী বিভিন্ন অবজেক্টের সাথ ব্যবহার
করা যায়। যেমন:- Cls, Hide, Print.
ধরা যাক, ফর্ম এবং পিকচার বক্র দু’টি অবজেক্টের নাম হল Form1
এবং Picture1 এখানে Cls, Hide এবং Print
এ তিনটি মেথডের ব্যবহার দেখানো হলঃ-
Form1.Cls- ফর্মটি ক্লিয়ার করবে।
Picture1.Cls- পিকচারটি ক্লিয়ার করবে।
Pciture1.Print time- পিচার বক্সে সময প্রিন্ট করবে।
Form1.hide- ফর্মটি লুকাবে।
যেমনঃ
Private Sub Command1_Click()
হলো একটি স্টেটমেন্ট
যা সম্পূর্ণ এক লাইন কোড।
Monday, February 24, 2014
Visual Basic Bangla Tutorial
কম্পিউটার প্রোগ্রামিং কি?
কম্পিউটারের নানা ধরনের ভাষা আছে।
কম্পিউটারের ভাষায় কোন সমস্যা সমাধানের অর্থপূর্ণ সাজানো নির্দেশমালাকেই কম্পিউটার
প্রোগ্রামিং বলা হয়।
Basic Program:
বেসিক ভাষা বা প্রোগ্রামের জন্ম 1960
সালে। যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের অধ্যাপক জন কমেনি এবং থমাস কার্তুজ
সরবপ্রথম বেসিক ভাষার প্রবর্তন করেন। Beginner’s All Purpose
Symbolic Instruction Code এর সংক্ষিপ্ত রূপই হচ্ছে BASIC.
ব্যবহারকারীদের চাহিদার প্রতি লক্ষ্য
রেখে বেসিক ভাষার কয়েকটি সংস্করণ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে BASIC,
GWBASIC, QBASIC ইত্যাদি। বর্তমানে বেসিকের যে, সংস্করনটি জনপ্রিয়তার
সঙ্গে অবস্থান করছে, সেটি হচ্ছে ভিজুয়্যাল বেসিক। এটি উইন্ডোজ ভিত্তিক একটি
প্রোগ্রাম যা সহজে সমগ্র বিশ্বে কম্পিউটার ব্যবহারকারীদের মন জয় করতে সক্ষম হয়েছে।
Visual Basic:
Microsoft Corporation কর্তৃক
প্রণীত একটি প্রোগ্রাম। Visual
শব্দের অর্থ দৃশ্যমান। Basic এর আভিধানিক অর্ মৌলিক। কম্পিউটারে সহজে প্রোগ্রাম
রচনার জন্য ব্যবহৃত মৌলিক ভাষার নাম বেসিক। বেসিক ভাষায় প্রোগ্রাম রচনাকে আরো
সহজতর করার জন্য মাইক্রোসফট এটি Graphical User Interface (GUI) এ রুপান্তর করে। GUI এ
পুপান্তরিত বেসিকের ভার্সন বা সংস্করণটির নাম Visual Basic. সহজ ভাষা ব্যবহারের
উপযোগিতা, অসাধারণ ডিবাগিং পদ্ধতি এবং বিভিন্ন প্রয়োজনীয় লাইব্রেরি ব্যবহারের
মাধ্যমে অল্প সময়ে অতি সহজে একটি প্রোগ্রাম তৈরি করা যেতে পারে। প্রথমের কয়েকেটি
ভার্সন অতিক্রম করে ভিজুয়্যাল বেসিক
6, 7.0, 2002, 2003, 2005, 2008, 2010, 2012, 2013 এসেছে। এর মধ্য হতে আমরা
ভিজুয়্যাল বেসিক 6 নিয়ে এখানে আলোচনা ও ব্যবহার শিখব। আমি জানি আপনাদের মধ্যে
অনেকেই আছেন যারা ভিজুয়্যাল বেসিক 6 সম্পর্কে আগে থেকেই জানেন। তবে শিক্ষার কোন
শেষ নেই। এই অংশটি তাদের জন্য যারা কম্পিউটার প্রোগ্রামিং এ নতুন। আমি আশা করি
বাংলার সেই নতুন প্রোগ্রামার গন নতুন কিছু তৈরি করবেন।
ভিজুয়্যাল বেসিকে কাজ করতে হলে কয়েকটি বিষয় জানা দরকার।
1. Project
2. Module
3. Form
4. Object
5. Control
6. Event
7. Method
8. Statement
উপরোক্ত এই বিষয় গুলো সম্পর্কে ভালো ভাবে জানা প্রয়োজন।
আমরা পরবর্তী অংশে এই ৮ টি বিষয় সম্পর্ক আলোচনা করব।
Wednesday, February 19, 2014
Accounting Software is Up-Coming
I gonna to write about of new news of Accounting Software. This news of Sunny Software Development in Bangladesh.
Sunny Software Development Recently Declare to Announce a New Account Software Of Multi-Type Accounts works. This Accounting Software Have many more things. We are Know about Account Software. This NEW Account Software Very Easy & Multi Lavel Language Dependable.
What is it?
This is A Multi-Accounting Program That Have Multi-Language Platform. You Can Use it Your Won language. You can work atti-time more account work in it. It has a great role of account. You Can Fully Trust it For Your Business. I think This a New base & New Platform of Account. Who have Unknown of Account, But he also can be used it for account work & I Be-lived He will be a good Accountant of Account World. It make you batter from other Software.
What is the main theme of It?
This Software main Theme of Three. If You are a Original Account Expert Then You know Which way Account work.
Theme 1: Vender or Supplier, Customer Or Client, Product
Theme 2: Medium of Account Role
Theme3: Account Analyzing And Report, Budget
How To It Work?
Very Easy, Every Accountant are know of a Account System. See it working Style:
Vender or Supplier --- Medium-----Customer or Client
Purchase------------|||||||||-------Sell
Account Analyzing, Reporting, Graphing, Budget, Future Planing.
Why You need It?
I Think a Account Software is very need for any-type of Business work. Because, Accounting works are more difficult of others Calculation. A Account Software Solve it easily, Because it is a platform of all account.
Sunny Software Development Recently Declare to Announce a New Account Software Of Multi-Type Accounts works. This Accounting Software Have many more things. We are Know about Account Software. This NEW Account Software Very Easy & Multi Lavel Language Dependable.
What is it?
This is A Multi-Accounting Program That Have Multi-Language Platform. You Can Use it Your Won language. You can work atti-time more account work in it. It has a great role of account. You Can Fully Trust it For Your Business. I think This a New base & New Platform of Account. Who have Unknown of Account, But he also can be used it for account work & I Be-lived He will be a good Accountant of Account World. It make you batter from other Software.
What is the main theme of It?
This Software main Theme of Three. If You are a Original Account Expert Then You know Which way Account work.
Theme 1: Vender or Supplier, Customer Or Client, Product
Theme 2: Medium of Account Role
Theme3: Account Analyzing And Report, Budget
How To It Work?
Very Easy, Every Accountant are know of a Account System. See it working Style:
Vender or Supplier --- Medium-----Customer or Client
Purchase------------|||||||||-------Sell
Account Analyzing, Reporting, Graphing, Budget, Future Planing.
Why You need It?
I Think a Account Software is very need for any-type of Business work. Because, Accounting works are more difficult of others Calculation. A Account Software Solve it easily, Because it is a platform of all account.
Subscribe to:
Posts (Atom)